Site icon Jamuna Television

ডাব পাড়া নিয়ে যুবককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব পাড়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম ওই গ্রামের মামুন মিয়ার ছেলে। সম্প্রতি সে গ্রাম পুলিশে যোগ দেয়ার জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে মাসুম বাড়ির পাশে একটি ডাব গাছ থেকে ডাব পাড়া নিয়ে ইয়াছিনের সাথে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইয়াছিন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমের গলার ডান পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার পরপরই ইয়াছিন ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ।

Exit mobile version