Site icon Jamuna Television

দাবি মেনে নেয়ার আশ্বাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ক্যাম্পাসে নিরাপত্তাসহ ১১ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীরা। সহপাঠীকে শ্লীলতাহানির প্রতিবাদে মূল ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।

দুপুরে অধ্যক্ষের সাথে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শ্লীলতাহানির সাথে জড়িতদের বিচার, ক্যাম্পাসের নিরাপত্তাসহ ১১ দফা দাবি তুলে ধরে তারা। পর্যায়ক্রমে সব দাবি পূরণের আশ্বাস দেন অধ্যক্ষ আনোয়ার হোসেন। পরে কর্মসূচি স্থগিতের কথা জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় হোস্টেল গেটে এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।এ ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

Exit mobile version