Site icon Jamuna Television

‘ধানের নায্য মূল্য না পাওয়ার জন্য বড় বড় কয়েকটি মিল সিন্ডিকেট দায়ী’

ধানের নায্য মূল্য না পাওয়ার জন্য বড় বড় কয়েকটি মিল সিন্ডিকেট দায়ী। প্রতিযোগিতা না থাকায় তাদের বেধে দেয়া দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা।

এমন অভিযোগ করেছেন ছোট ও মাঝারী অটো রাইসমিল মলিক সমিতির সভাপতি খোরশেদ আলম খান। দুপুরে সংবাদ সম্মেলনে ‘ সিন্ডিকেড’ ভাঙ্গার দাবিও জানান তিনি।

কয়েক বছর আগেও এক হাজার ছোট বড় অটো রাইস মিল ধান কিনতো প্রতিযোগিতামূলক দরে। কিন্তু ব্যাংক ঋণ না পাওয়ায় ৬০ থেকে ৭০ ভাগ ছোট অটো রাইসমিলগুলো বন্ধ হয়ে গেছে। এতে হাতে গোণা কয়েকটি বড় মিল মালিকদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। তাই কৃষককে ২ শতাংশ সুদে ঋণ দিলে কৃষকরা ধান বিক্রি না করে মজুদ রাখতে পারবে বলে জানান তিনি।

Exit mobile version