Site icon Jamuna Television

বৃষ্টির কাছেই হেরে গেল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বৃষ্টির কাছে হার মানতে হলো বাংলাদেশের যুবাদের। ডিএল মেথডে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারের দুর্ভাগ্য মানতে হয় বাংলাদেশকে। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ গড়ে টাইগার যুবারা। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেটে পাকিন্তান ১৯৯ রান তোলার পর আসে বৃষ্টি।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে, বাংলাদেশের দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ ৯ ওভারে ৫১ রান তোলেন।এরপর অধিনায়ক সাইফ হাসান ও পিনাক ঘোষ ১০৫ রানের জুটি গড়েন। ৬১ রান করে ফেরেন সাইফ। আর ৮২ রান করেন পিনাক। এরপর হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। তার হার না মানা ৫২ রানে ২৭৪ করে লাল-সবুজ প্রতিনিধিরা। জবাবে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে মুহাম্মদ তাহা ৯২ রান করে বিপদ কাটান। দুই উইকেট নেন কাজী অনিক। ৩৯ ওভারে দলীয় ১৯৯ রানে আসে বৃষ্টি। এরপর খেলা মাঠে না গড়ানোয়, ডার্কওয়াথ লুইস মেথডে মাত্র ২ রানে হারতে হয় বাংলাদেশের যুবাদের।

এর আগে, নেপাল-ভারত ও মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

Exit mobile version