Site icon Jamuna Television

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা; পদবঞ্চিতদের ওপর হামলা

আলোচিত-সমালোচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের কোন্দল মেটেনি এখনও। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর রাতে পদবঞ্চিতদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে।

পদবঞ্চিতদের অভিযোগ, রাত দু’টার তাদের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কমিটির অস্বচ্ছতা নিয়ে কথা বলতে যায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে পদবঞ্চিত ১৫/২০ জনের ওপর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ তার শতাধিক সমর্থক হামলা চালায়। এসময় দুইজন গুরুতর আহত হন। গোলাম রাব্বানী নিজে রোকেয়া হলের সাবেক নেত্রী বি এম লিপিকে হেনস্থা করেন বলেও দাবি করা হয়। ঘটনার পর পদবঞ্চিতরা টিএসসি’র রাজু ভাস্কর্যে অবস্থান নেয়।

প্রধানমন্ত্রীর কাছে মারধর ও লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

Exit mobile version