Site icon Jamuna Television

১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরে ধ্যানে মোদি

ভোটের আগে পাহাড়ের গুহায় ধ্যানে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরে ধ্যানে বসেন তিনি।

রোববার সকালে ভোট শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি ধ্যানেই কাটিয়ে দেন। এরই মধ্যে মোদির ধ্যানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তীর্থস্থান কেদারনাথে গিয়ে পূজা দেন মোদি। এদিন সকাল সাড়ে ৯টায় তার কপ্টার কেদারনাথ মন্দির এলাকায় অবতরণ করে।

ধ্যানে যাওয়ার পথে তিনি কেদারনাথের পরিকাঠামো উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখেন। এর পর পাহাড়ি রাস্তা বেয়ে ওপরে উঠতে শুরু করেন।

প্রায় দুই কিলোমিটার ট্র্যাক করে ওই গুহায় পৌঁছান মোদি। পাহাড়ি পথে তাকে ছাতা ও লাঠি নিয়ে উঠতে দেখা যায়। তার পর ওই গুহায় একান্তে ধ্যান শুরু করেন মোদি। রোববার সকাল পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন মোদি।

Exit mobile version