Site icon Jamuna Television

সান্তাহার স্টেশনে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ

২৫ মে চালু হতে যাওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সান্তাহার স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল থেকে স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস স্টেশনে পৌচ্ছালে ট্রেনটি অবরোধ করেন বিক্ষুব্ধ জনগণ।এসময় যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিআরটি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘন্টাখানেক পর ট্রেনটি ছেড়ে দিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন তারা।

এরমধ্যে দাবি আদায় না হলে আগামীকাল সান্তাহার রুট দিয়ে যাওয়া প্রতিটি ট্রেন অবরোধ করা হবে বলে জানানো হয়।

Exit mobile version