Site icon Jamuna Television

নির্বাচনে হেরে গেলেন ‘ডিম হামলা’র শিকার সেই সিনেটর

নিউজিল্যান্ডের দুই মসজিদে প্রার্থনারত মুসলিমদের ওপর হামলায় ৫১ জন নিহতের ঘটনায় দেশটির অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করা অস্ট্রেলিয়ার সেই সিনেটর নির্বাচনে হেরেছেন। খবর ডেইলি সাবাহর।

মার্চে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গণহত্যার ঘটনার কয়েক ঘণ্টা পর মুসলিমদের অভিবাসন নীতি নিয়ে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেসার অ্যানিং। এরপর সমালোচনার সম্মুখীন হন তিনি। এছাড়া এক বালকের ডিম হামলার শিকার হন অস্ট্রেলিয়ান ওই সিনেটর।

অ্যানিং শনিবার তার পার্টি থেকে মনোনয়নের জন্য আশাবাদী ছিলেন। তবে তার পার্টি থেকে তিনি মনোনয়ন পাননি। পরে আরেক দলে গিয়ে শেষ নির্বাচনে তিনি ১৯ ভোট পান।

সাংবিধানিক ভিত্তিতে অযোগ্য ঘোষিত একজন সিনেটরের প্রতিস্থাপন হিসেবে গত বছর তাকে সিনেটে নিয়োগ দেওয়া হয়েছিল।

Exit mobile version