Site icon Jamuna Television

আশ্বাস পেয়ে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের আন্দোলন স্থগিত

দীর্ঘ ২২ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার দিবাগত রাত ১টার দিকে তারা আন্দোলন স্থগিত করেন।

এর আগে পদবঞ্চিতদের একটি দল আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের শীর্ষ চার নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সে বৈঠকে পদবঞ্চিতদের প্রতিনিধি হিসেবে ছিলেন রোকেয়া হলের সভাপতি বিএম লিপি আক্তার, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, শামসুন নাহার হলের সভাপতি নিপু ইসলাম তন্বী, ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার, গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সভাপতি শ্রাবণী শায়লা, জসীম উদ্দীন হলের সাধারণ সম্পাদক শাহেদ খান।

এরপর মোল্লা কাউছার সহ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সহ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এসে আন্দোলনকারীদের দাবি মানার আশ্বাস দিলে তারা সেখান থেকে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নেন।

Exit mobile version