Site icon Jamuna Television

স্বাধীনতা বিরোধীরা বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে নেতৃত্ব দিতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীরা বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে নেতৃত্ব দিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিজয় দিবস উপলক্ষে এবার স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হবে। সাভার যাওয়ার রাস্তায় প্রতিটি ওভারব্রিজের নিচে পুলিশি পাহাড়া থাকবে। এছাড়া, সন্ধ্যায় বাইরে অনুষ্ঠানে করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কাছে থেকে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি। রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোষীদের চিহ্নিত করা চেষ্টা চলছে। তবে, কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version