Site icon Jamuna Television

পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৬৭ ভাগ: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৬৭ ভাগ এবং ৫৫ ভাগ নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে সেতু ভবনে উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিয়ময়ে তিনি এ তথ্য জানান। বলেন, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এই তিনটি প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন তিনি অসুস্থ থাকার পরও প্রধানমন্ত্রীর তদারকিতে বড় প্রকল্পগুলোর কাজ সমান তালে এগিয়েছে। সুস্থ হয়ে ফিরে আসায় নতুন করে নব উদ্দ্যমে কাজগুলো এগিয়ে নেয়ার কথা জানান তিনি।

Exit mobile version