Site icon Jamuna Television

রূপপুরে দুর্নীতি নজিরবিহীন, অথচ দুদক চুপ: রিজভী

রূপপুরে সরঞ্জামাদি কেনার বিষয়ে যে দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। অথচ এতো বড় দুর্নীতির বিষয়ে দুদক চুপ রয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রূপপুর পারমাণবিক প্রকল্পে সাগর চুরির দুর্নীতির খবরে বিস্মিত দেশবাসী। দেশে গণতন্ত্র না থাকায় জবাবদিহিতাও নেই। তাই সরকারের লুটপাট বেড়েছে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। এ সময় খালেদা জিয়ার প্রাণনাশের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, গত চারদিন খালেদা জিয়া জাউ ভাত খেয়ে আছেন।

শারীরিকভাবে তিনি খুবই ঝুকিপূর্ণ অবস্থায় আছেন বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version