Site icon Jamuna Television

কুষ্টিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার 

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের তোফিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (২৪), কুষ্টিয়ার খোকসা উপজেলার হেলালপুর গ্রামের দুলাল শেখের ছেলে সুমন শেখ (২৪), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তুলসীপুর গ্রামের পুতুল সরকারের ছেলে নয়ন মিয়া (২৫), পাবনার জেলার দাশপাড়া গ্রামের মৃত আনতাজ প্রামাণিকের ছেলে হান্নান প্রামাণিক(২৬) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার জিলাপীতলা গ্রামের জিন্দার আলীর ছেলে জিয়ারুল ওরফে হৃদয়(২৬)।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছে থেকে একটি শুটারগান, ১০ রাউন্ড গুলি,দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ আশেপাশের জেলায় ডাকাতি করে আসছে বলে দাবি পুলিশের।

Exit mobile version