Site icon Jamuna Television

বুকে ছুরি ঢুকিয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বড়বাড়ি কুনিয়া এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে স্ত্রী কাকলি আক্তার (২৪) কে হত্যার অভিযোগে স্বামী ওমর ফারুক (৩০) কে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গত এক বছর আগে ময়মনসিংহ ফুলবাড়িয়া এলাকার আব্দুল লতিফের বড় মেয়ের সাথে বিবাহ হয় একই এলাকার মো. ওমর ফারুকের। তারা কুনিয়া এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করে গার্মেন্টেস- এ চাকরি করতেন। সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী তার স্ত্রীর বুকের মাঝখানে ছুরি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা কাকলিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আজ সকাল সাতটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এরাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এবং বোর্ডবাজারের শরিফপুর এলাকায় লাল মিয়া নামের আরেক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version