Site icon Jamuna Television

তিউনিসিয়ায় নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সকাল ৬টায় তাদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় । তাদের কাছে কোনো পাসপোর্ট না থাকায় সবার কাছ থেকে জবানবন্দি রাখে কর্তৃপক্ষ। অবৈধ অভিবাসি হওয়ায় সব আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে বের হবেন তারা।

গত ১০ মে গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী নিয়ে নৌকায় ইটালির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তারা। ভূমধ্যসাগরে সেটি ডুবে যায়। এ ঘটনায় অনেকেই মারা যান। সাগরের ঠান্ডা পানিতে প্রায় আট ঘন্টা সাতরানোর পর উদ্ধার হয়েছিলেন ফিরে আসা বাংলাদেশিরা।

Exit mobile version