Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা নয়: ইরান

সম্পর্ক শীতল করতে ইরানও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে চায় তবে বর্তমান পরিস্থিতিতে কোন আলোচনা হতে পারেনা বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। সোমবার দেশটির বার্তা সংস্থার ইরনার বরাত দিয়ে জানা যায় এ তথ্য।

রুহানী বলেন, এই পরিস্থিতি কোনভাবেই আলোচনার জন্য উপযুক্ত নয় এবং আমাদের পছন্দের ব্যাপারও সীমিত।

রুহানীর এমন বক্তব্যের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুশিয়ারী দিয়ে বলেন যুদ্ধ হলে তা ইরানের জন্য শেষ পরিণতি ডেকে আনবে তবে যুক্তরাষ্ট্র চায় যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।

ইরানার বরাতে জানা যায় ইরান যখন সংলাপ করতে চাইবে তখনই ট্রাম্প ইরানের সাথে সংলাপে বসতে রাজি।

এদিকে, গত সপ্তাহে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে ইরানের বোমা হামলার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমরা কোন যুদ্ধ চাইনা তবে আক্রান্ত হলে তার শক্ত জবাব দেব।

অন্যদিকে, ইরানের সাথে বর্তমান যুদ্ধাবস্থা নিয়ে আলোচনার জন্য সৌদি বাদশাহ মক্কায় উপসাগরীয় রাষ্ট্রগুলোর সাথে একটি জরুরী বৈঠক ডেকেছেন।

Exit mobile version