Site icon Jamuna Television

ময়মনসিংহে নদীতে মিলল ২ শিশুর ভাসমান লাশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বিকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করে।

তবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে।

সোমবার রাতে ওই দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Exit mobile version