Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ঘরে ঢুকে যুবককে শ্বাসরোধে হত্যা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ঘরে ঢুকে মো. রফিক (২১) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় রফিক উপজেলার তিনটহরী ইউনিয়নের বাড়িতে ছিলেন। রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে চলে যায়। পরে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

Exit mobile version