Site icon Jamuna Television

রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ

লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেয়ার অপরাধে ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলি হিসেবে নামা রোনালদোর ২৪ মিনিট হয়ে থাকলো অতি নাটকীয়। ৮০ মিনিটে গোল উদযাপন করতে জার্সি খুলে, দেখেন হলুদ কার্ড। ২ মিনিট পর বার্সেলোনার ডি বক্সে ডিফেন্ডার উমতিতির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময়ে পড়ে যান রোনালদো। তবে রেফরি সেটিকে অভিনয় মনে করায় দ্বিতীয় হলুদ কার্ড দিলে মাঠ ছাড়তে হয়ে তাকে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে মেজাজ ধরে রাখতে না পেরে রেফরি রিকার্ডো ডি বারগোসকে হালকা ধাক্কা দেন পর্তুগিজ তারকা।

ম্যাচ শেষে স্প্যানিশ রেফারির রিপোর্টেও উঠে আসে এই ঘটনা। আর তাই স্প্যানিশ ফুটবলের বাই লজ অনুযায়ী তাকে ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়।

যমুনা অনলাইন- এফআর

Exit mobile version