Site icon Jamuna Television

বিএনপি প্রার্থী রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আজ (২১ মে) সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত সোমবার দুপুরে সংরক্ষিত নারী আসনে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেয় বিএনপি। একই দিন নির্বাচন কমিশনে রুমিন ফারহানা মনোনয়নপত্র জমা দেন।

রাজনীতিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিএনপি নেতাকর্মীদের অনেকেই মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানাই।

উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন।

Exit mobile version