Site icon Jamuna Television

স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’ করে ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয়া সেই পুলিশ সদস্য গ্রেফতার

প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মাদারীপুর পৌরসভার টিবি ক্লিনিক সড়কে দশম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কনেস্টবল মোক্তার হোসেনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ওই স্কুলছাত্রীর পরিবার। মামলা দায়েরের পর অভিযুক্ত পুলিশ সদস্যকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পুলিশ লাইনের পুলিশ সদস্য মোক্তার হোসেন দীর্ঘ দিন থেকে শহরের টিবি ক্লিনিক সড়কে ভাড়া থাকেন। কয়েক দিন আগে মোক্তারের গর্ভবতী স্ত্রী গ্রামের বাড়ি যায়। রোববার রাতে ঐ স্কুলছাত্রীকে ঘরে ডেকে নেয়। এসময় দরজা বন্ধ করে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ সদস্য মোক্তার হোসেন স্কুলছাত্রীকে পেছনের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয়। এতে করে স্কুলছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সোমবার রাতেই অভিযুক্ত মোক্তার হোসেনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version