Site icon Jamuna Television

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রাম থেকে শফিকুল ইসলাম নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শফিকুল ডাকাতিয়া গ্রামের হায়দার আলী মোংলার ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, সকালে ডাকাতিয়া এলাকায় শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা বলছে, নিহত শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিলেন।

Exit mobile version