Site icon Jamuna Television

ঋণ খেলাপিদের সুবিধা দিয়ে জারি করা সার্কুলার স্থগিত: হাইকোর্ট

ঋণ খেলাপিদের সুবিধা দিয়ে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। সার্কুলার ২৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ-এ আদেশ দেন।

শুনানিতে আদালত মন্তব্য করেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি শেষ করে দিচ্ছে, ব্যাংক লুটেরাদের দুধ কলা দিয়ে পুষছে। আদালত আরো বলেন, ৯০ ভাগ ঋণখেলাপীর কাছে বেশি টাকা। বাকি ১০ ভাগ টাকা প্রকৃত গ্রাহকদের কাছে। গত ১৬ মে ঋণখেলাপীদের সুবিধা দেয়ার জন্য দশ বছর মেয়াদে সুদের হার ২ শতাংশে নামিয়ে আনার সার্কুলার জারি হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয় লুটেরাদের কারণে ব্যাংকিং ব্যবস্থা এখন ব্যবসাবান্ধব নয়।

Exit mobile version