Site icon Jamuna Television

খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক নাজমানারা খানুম

খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

মঙ্গলবার (২১ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যদিকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এ কে এম রফিক আহমেদ। অতিরিক্ত সচিব রফিক আহমেদ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর পদের মেয়াদ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগ দিয়েছেন।

গতকাল সোমবার পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক করা হয়। রফিক আহমেদকে পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ দেয়ায় নুরুল কাদিরের নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।

Exit mobile version