Site icon Jamuna Television

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট নিতে কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রি কার্যক্রম।

কমলাপুর স্টেশনে জড়ো হওয়া টিকিট প্রত্যাশীরা অনলাইনে টিকিট না পাওয়া যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। বলছেন, টিকিটের লাইনে আছেন দালালদের দৌরাত্ম্য।

এদিকে বিমানবন্দর স্টেশনে চারটি কাউন্টার থেকে ৫টি আন্তঃনগর রেলের টিকিট দেয়া হবে আজ। সাধারণ যাত্রীদের জন্য কাউন্টার থেকে ১৪৮৫টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, এবার অনলাইন, অ্যাপ ও এসএমএসের-এর মাধ্যমে ৬০ ভাগ টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে একসাথে বহু সংখ্যক টিকিট প্রত্যাশী সার্ভারে লগ ইনের চেষ্টা করায় সেখানে ঢোকা যাচ্ছে না।

এবার ঈদে টিকিট প্রত্যাশীদের ভোগান্তি কমাতে রাজধানী পাঁচটি স্থান থেকে টিকিট দেয়া হবে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ছাড়াও টিকিট পাওয়া যাবে তেজগাঁও, বনানী ও ফুলবাড়িয়া পুরাতন রেল ভবন থেকে।

টিকিট বিক্রির পরিসর বাড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানান সব যাত্রী। যাত্রীদের একটাই চাওয়া, ছোটোখাটো সব সমস্যা নিরসন করে কোনো দুর্ভোগ ছাড়াই হবে এবারের ইদযাত্রা।

Exit mobile version