Site icon Jamuna Television

জোরালো হচ্ছে ট্রাম্পের অভিশংসনের দাবি

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের দাবি জানালেন ডেমোক্র্যাট নেতারা। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে কংগ্রেসের শুনানিতে, সাবেক এক হোয়াইট হাউজ কর্মকর্তার অনুপস্থিতির জেরে ওঠে এ দাবি।

জানা গেছে, বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের তদন্ত প্রতিবেদনের ওপর কংগ্রেসে শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। হাউজ জুডিশিয়ারি কমিটি এ ব্যাপারে সমন জারি করলেও, তা অমান্য করেন গত অক্টোবরে পদত্যাগ করা কর্মকর্তা ডন ম্যাকগান।

এর আগে নিজের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো সমন আটকে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার।

অবশ্য স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার বিরোধী, শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। কিন্তু ম্যাকগানের শুনানিতে অংশ না নেয়ার পর এ বিষয়ে দলের ভেতর থেকে বাড়ছে চাপ।

Exit mobile version