Site icon Jamuna Television

মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুরে দু’পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহতের দাবি করেছে পুলিশ। গতরাত দেড়টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে দু’পক্ষের গোলাগুলির খবর পেয়ে করমদি গ্রামে যায় পুলিশের একটি দল। গ্রামের একটি স্কুলের পাশে মেলে ৫টি মাদক মামলার আসামি নাজমুল হোসেনের গুলিবিদ্ধ মৃতদেহ। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধারের দাবি করা হয়েছে।

Exit mobile version