Site icon Jamuna Television

কান উৎসবে দিয়াগো ম্যারাডোনা

ফুটবল তাঁর কাছে আবেগের আরেক নাম। তিনি ফুটবলকে করে নিয়েছিলেন বিপ্লবের হাতিয়ার। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার
দিয়াগো ম্যারাডোনার জীবনী নিয়ে নির্মিত নতুন একটি প্রামাণ্যচিত্র সম্প্রতি প্রশংসিত হলো কানসৈকতে।

চলচ্চিত্র জগতের অন্যতম সেরা এই উৎসবে রোববার (১৯ মে) রাত ১১টায় ফ্রান্সে পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে কান চলচ্চিত্র উৎসবের ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। সোমবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় সাল দ্যু সোসানতিয়েমে আবারও এটি দেখানো হয়।

কান চলচ্ছিত্র উৎসবে ছবিটি প্রদর্শনী হলেও খোদ ম্যারাডোনা এখনো দেখেননি নিজের জীবনী নিয়ে বানানো সিনেমাটি। আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত আসতে পারেননি কাঁধের চোটের জন্য। তবে কানে আসতে না পেরে এই কিংবদন্তি অনুতপ্ত বলে জানিয়েছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আসিফ কাবাডিয়া।

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটিতে ইতালিয়ান দল নেপোলি ও আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের গৌরবময় ক্যারিয়ারের পাশাপাশি ম্যারাডোনার বেহিসেবি জীবন ও মাদকাসক্ত অধ্যায় তুলে ধরা হয়েছে। তার ব্যক্তিগত সংগ্রহশালায় থাকা ৫০০ ঘণ্টারও বেশি অদেখা ফুটেজ থেকে বাছাই করে সাজানো হয়েছে এটি।

Exit mobile version