Site icon Jamuna Television

ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে

ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ধান উৎপাদনের জন্য কৃষকদের শাস্তি পেতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন আরও বলেন, সরকারের কৃষি নীতি না থাকায় এ সঙ্কট তৈরি হয়েছে। শুধু কৃষি নয় সব ক্ষেত্রেই সরকারের দায়িত্বহীনতা রয়েছে। সরকারের জবাবদিহিতা না থাকায় জনগনকে চরম মূল্য দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version