Site icon Jamuna Television

ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে: ওবায়দুল কাদের

ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না। সরকার কৃষক বান্ধব। ধানের দাম নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এমনটাই বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সাথে সৌজন্য সাক্ষাত শেষে এমনটি বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ভারতের যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দু দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। পাশাপাশি দুদেশের যোগাযোগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এসময় আরও জানানো হয়, বিআরটিসির ৬০০ বাস ভারত থেকে আসবে। এরমধ্যে ১৭৯ টি বাস এসেছে।

Exit mobile version