Site icon Jamuna Television

মন্ত্রীদের চোখে কৃষকরাও এখন ষড়যন্ত্রকারী: রিজভী

মন্ত্রীদের চোখে কৃষকরাও এখন ষড়যন্ত্রকারী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াটল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষিতে সরকারি ভর্তুকির টাকা পাওয়ার কথা কৃষকদের; কিন্তু সেই টাকা পাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।

আগামীকাল সারাদেশে ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে কৃষকের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই নেতা। এসময় সরকারের বিরুদ্ধে খালেদা জিয়াকে জোর করে কারারুদ্ধ করে রাখার অভিযোগ করেন। সরকারের মতো দুদকও বিরোধী দল দমনে কাজ করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

Exit mobile version