Site icon Jamuna Television

দেশব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীদের ধান কাটার নির্দেশ

দেশব্যাপী কৃষকের ধান কেটে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশজুড়ে ধান কাটা ও শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেড়ে গেছে। মজুরস্বল্পতার কারণে দেশের বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।

এতে বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত সব ইউনিট (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড) সমূহকে স্ব স্ব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

Exit mobile version