Site icon Jamuna Television

হার্ট অ্যাটাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের মৃত্যু

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার (৩৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবর ডিএমপি নিউজ।

জসিম উদ্দিন মজুমদার ১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন। মেধাবী এ কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

Exit mobile version