Site icon Jamuna Television

গাইবান্ধায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে লাভজনক দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গাইবান্ধার পলাশবাড়ীতে।

বুধবার (২২ মে) সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির পলাশবাড়ী উপজেলা কমিটি বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা সমিতির নেতাকর্মী ছাড়াও সাধারণ কৃষকরা অংশ নেয়।

বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন সেই ধান বিক্রি করে উৎপাদন খরচও ওঠে না। এক মণ ধানের দামে এক কেজি গরুর মাংসও পাওয়া যায় না। সরকারের নির্ধারণ করা মূল্যে কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না।

তাদের অভিযোগ, শাসক দলের নেতা, জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যবসায়ীরা ধানের স্লিপ নিয়ে বাণিজ্যে করে। তাই কৃষককে বাঁচাতে হবে, কৃষকদের রক্ষায় অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু করতে হবে। এসব কেন্দ্র থেকে সরাসরি কৃষকের নিকট থেকে সঠিক দামে ধান ক্রয়ের দাবি জানানো হয়।

Exit mobile version