Site icon Jamuna Television

জাতীয় সংগীত গাওয়ার সময় চুইংগাম চিবিয়ে বিতর্কে কোহলি

বছরের শুরুতে ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল জড়িয়েছিলেন চুইংগাম বিতর্কে। বছর শেষে একই রকম কাজ করে সমালোচনার মুখে পড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অভিযোগ, জাতীয় সংগীত অবমাননা করেছেন তিনি।

ইডেন গার্ডেনে ভারত বনাম শ্রীলংকা ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন আপন মনে চুইংগাম চিবুচ্ছিলেন ভারতীয় অধিনায়ক।

ভারতের জাতীয় সংগীত পাঠ শুরু হতেই ক্যামেরা সরাসরি ফোকাস যায় তার ওপর। তখন ধরা পড়ে তিনি সংগীতের শ্লোক পাঠের পরিবর্তে চুইংগাম চিবুচ্ছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমও সরব হয়েছে।

এর আগেও কিউইদের বিরুদ্ধে টি২০ সিরিজে বিরাট জড়িয়েছিলেন ‘ওয়াকিটকি বিতর্কে’। ক্রিকেটের নিয়ম ভেঙেছেন, এই অভিযোগই উঠেছিল ভারত অধিনায়কের বিরুদ্ধে।

Exit mobile version