Site icon Jamuna Television

টিকিট সংগ্রহের দ্বিতীয় দিনে স্টেশনে উপচে পড়া ভিড়

ঈদে ট্রেনের আগাম টিকিট সংগ্রহের দ্বিতীয় দিনে স্টেশনে উপচে পড়া ভিড়। আজ দেয়া হচ্ছে ১ জুনের টিকিট। সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। অনলাইনে ও অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে আজও ভোগান্তি।

গতকাল থেকেই ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। কাউন্টার থেকে প্রতিদিন ১ হাজার ৪৮৫টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনলাইন থেকে ৫০ ভাগ টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

এবার কমলাপুরসহ রাজধানীর ৫টি স্টেশনে টিকিট বিক্রি হওয়ায় হুড়োহুড়ি খানিকটা কমেছে। তবে, লাইনে দালালের দৌরাত্ম্য রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। গতকাল অ্যাপস-এ লগ-ইনের চেষ্টা করেও অনেকেই সেখানে ঢুকতে পারেননি, আজও একই অবস্থা।

Exit mobile version