Site icon Jamuna Television

ইদলিবে বিমান হামলায় নিহত ২৩

সিরিয়ার ইদলিবে বিমান হামলার প্রাণ গেছে অন্তত ২৩ বেসামরিক নাগরিকের। সরকারি বাহিনীর অভিযানে হয় এ প্রাণহানি, জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

মঙ্গলবার রাত থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে সিরীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করে। এরপরই শুরু হয় বিমান হামলা। একটি ব্যস্ত বাজার এলাকায় বোমা বিস্ফোরণে প্রাণ হারান অনেকে।

এছাড়া কাফর নাবুদা শহরে গোলাগুলিতে, গেল ২৪ ঘণ্টায় দু’পক্ষের অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হয়েছে বলেও জানা গেছে। ক’মাস আগে ইদলিব ও আশপাশের এলাকাগুলোকে ‘নিরাপদ অঞ্চল’ বলে ঘোষণা করা হলেও, সিরীয় সরকার ও মিত্র রাশিয়ার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ।

Exit mobile version