Site icon Jamuna Television

বিজ্ঞাপন প্রদর্শন করবে হোয়াটসঅ্যাপ

এবার হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। মূলত হোয়াটসঅ্যাপ থেকে লাভ করার পরিকল্পনা থেকেই ফেসবুক এই সিদ্ধান্ত নিয়েছে। রটার্ডাম এ চলা ফেসবুকের মার্কেটিং সামিট থেকেই বিজ্ঞাপন দেখানোর ঘোষণা করেছে ফেসবুক। ২০২০ সাল থেকে এই বিজ্ঞাপন দেখানো শুরু হবে বলে জানা গেছে।

২০১৭ সালে প্রথম ইন্সটাগ্রাম যেভাবে স্টোরিজে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছিল; হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একই ভাবে বিজ্ঞাপন দেখানো হবে।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে, সম্পূর্ণ ডিসপ্লের উপরে বিজ্ঞাপন দেখানো হবে। তার উপরে থাকবে একটি লিঙ্ক। ইন্সটাগ্রাম স্টোরিকে যেভাবে বিজ্ঞাপন কাজ করে একই ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাজ করবে এই পরিষেবা।

Exit mobile version