Site icon Jamuna Television

মেঘনা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মেঘনা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। আজ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাওয়ের বৈদ্যবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে নদী দখল করে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডাব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নদীর ১০০ থেকে ১৫০ ফিট দখল করে স্থাপনা নির্মাণ করায় স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এ সময় আমান গ্রুপ নামের একটি প্রতিস্থানের দখলকৃত জমি উদ্ধার করে নিলামে তোলা হয়।

Exit mobile version