Site icon Jamuna Television

ঈশ্বরদীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

পাবনা প্রতিনিধি :

পাবনা ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়া (২৩) ওই ইউনিয়নের আজ্জলতলা গ্রামের আশরাফুলের মেয়ে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। আহত তার বাবা আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আশরাফুল ও তার মেয়ে পিয়াকে নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়ি যাচ্ছিলেন। বাঁশেরবাদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিয়া নিহত ও তার বাবা আশরাফুল আহত হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটক করা যায়নি তবে চেষ্টা চলছে বলেও এ প্রতিবেদককে জানানো হয়।

Exit mobile version