Site icon Jamuna Television

প্যারাডাইস পেপার্সেও বাংলাদেশিদের নাম

পানামা পেপার্সের পর প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতেও এবার উঠে আসলো ১০ বাংলাদেশি ও এক প্রতিষ্ঠানের নামে। তালিকায় আছেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার নতুন করে এ তথ্য প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান আইসিআইজে। নতুন তথ্য দেখা যায় তালিকায় রয়েছেন আউয়াল পরিবারের নাসরিন ফাতিমা, তাবিথ আউয়াল, তাফসির আউয়াল ও তাজওয়ার মোহাম্মদ আউয়াল। এছাড়া রয়েছেন ফয়সাল চৌধুরী, ফরিদা মুঘল, শহীদ উল্লাহ এবং সামির আহমেদ। তালিকায় রয়েছে ব্রুমার্স এন্ড পার্টনার্স কোম্পানির নামও। চলতি মাসের শুরুতে কর ফাঁকি দিয়ে অফশোর কোম্পানিতে বিনিয়োগের কেলেঙ্কারির তথ্য প্রকাশ করে আইসিআইজে। জনপ্রিয় কিছু করস্বর্গের মুখোশ উন্মোচিত হওয়ায় এ কেলেঙ্কারির নাম দেয়া হয় প্যারাডাইস পেপার্স।

গত বছরের এপ্রিলে প্রকাশিত পানামা পেপারস কেলেঙ্কারিতেও বাংলাদেশের ২১ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানের নাম এবং ১৮টি ঠিকানা প্রকাশ করা হয়।

Exit mobile version