Site icon Jamuna Television

জয়ের পর টুইটার থেকে চৌকিদার মুছে দিলেন মোদী

১৭তম লোকসভা নির্বাচনে বিজয় নিশ্চিত হবার পর নিজের টুইটার এ্যাকাউন্ট থেকে চৌকিদার শব্দ মুছে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ তার টুইটার পেজ ঘেটে দেখা যায় টুইটার থেকে চৌকিদার মুছে দিয়ে তিনি একটি টুইট করেছেন।

টুইটে তিনি বলেন, এখন চৌকিদার চেতনাকে আরো উন্নত করার সময়। এই চেতনাকে সর্বদা জাগ্রত রেখে ভারতের উন্নতির জন্য কাজ করে যেতে হবে।

তিনি আরো লিখেন, চৌকিদার শব্দটি আমার টুইটার থেকে মুছে গেছে ঠিক আছে কিন্তু এটা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইবে। আশা করি এটি আপনাদের সকলের জীবনেও থাকবে।

Exit mobile version