Site icon Jamuna Television

প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় গণভবনে বিচারপতি, কুটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশকে এগিয়ে নিতে এবার বিশাল বাজেট দিবে সরকার।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এর আগে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যে কাজ চলছে তা অব্যাহত থাকবে। যার যার অবস্থান থেকে সেই কাজ এগিয়ে নিতে সহযোগিতা চান শেখ হাসিনা।

Exit mobile version