Site icon Jamuna Television

খালিদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা

নজরুল সংগীতের বরেণ্য শিল্পী খালিদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী শিল্পী, শুভান্যুধ্যায়ী ও ভক্তরা।

কিংবদন্তী এ শিল্পীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তারই স্মৃতিবিজড়িত নজরুল ইনস্টিটিউটে। সেখানে অংশ নেন সর্বস্তরের মানুষ। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা।

এরপরই বিশিষ্ট এই সংগীত শিল্পীর মরদেহ নেয়া হয় কুষ্টিয়ায়। সেখানে আরেক দফা জানাজার পর রাতেই মায়ের কবরে দাফন করা হবে একুশে পদকপ্রাপ্ত শিল্পী খালিদ হোসেনকে।

খালিদ হোসেনের কন্ঠ মানুষের ঘরে ঘরে পৌছে গেছে অনেক আগেই। আর নজরুল সঙ্গীত যারা ভালোবাসেন তাদের কাছে ছিলেন বিশেষ প্রিয়।

জনপ্রিয় কন্ঠে আর কখনোই শোনা যাবে না গান। সবাইকে মায়াজালে বেঁধে নিজে হারিয়ে গেলেন নীরবেই।

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত ৪ মে হাসপাতালে ভর্তি হন নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন। বুধবার (২২ মে) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী।

Exit mobile version