Site icon Jamuna Television

অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন ১৭টি অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন ১৭টি অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ইতোমধ্যেই অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের আদালত কর্তৃক কারাভোগ করছেন ব্রিটেনে।

তার বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগ হলো তিনি উইকিলিকস এ অবৈধভাবে সামরিক ও কূটনৈতিক কিছু ব্যক্তি ও উৎসের নাম প্রকাশ করেছেন যা যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন। এরআগে তাকে পেন্টাগনের নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে অভিযুক্ত করা হয়।

বর্তমানে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগারে বন্দি আছেন এবং জামিনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এরআগে তার বিরুদ্ধে সুইডেনে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় এবং সেই মামলায় জামিন পেয়ে ২০১২ সালে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন, তারপর গত ১১ এপ্রিল ইকুয়েডর কর্তৃপক্ষ তার রাজনৈতিক আশ্রয় সুবিধা বাতিল করলে তাকে লন্ডন পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।

Exit mobile version