Site icon Jamuna Television

বেলকুচিতে ইউএনওকে হত্যার হুমকি, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

সরকারি প্রকল্পে অনিয়ম প্রতিরোধ এবং খাদ্য গুদামে ধান সরবরাহে প্রভাব বিস্তারে বাধা দেয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে।

এ ঘটনায় ইউএনও এসএম সাইফুর রহমান বাদী হয়ে রেজাসহ সাতজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের নামে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার বিকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম।

মামলার আসামিরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, পৌর শ্রমিকলীগের সভাপতি আরমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদ হোসেন, যুবলীগ নেতা রিপন, সাইফুল, জহুরুল এবং সোহাগ। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের নামে মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Exit mobile version