Site icon Jamuna Television

কান্নাভেজা কণ্ঠে পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৭ জুন তিনি দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একই সাথে তিনি কনজারভেটিভ পার্টির দায়িত্ব থেকেও অব্যাহতি নেবেন।

পদত্যাগের ঘোষণা দেয়ার সময় মে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবার সুযোগ পাওয়া আমার জীবনের একটি সম্মানজনক বিষয় ছিল। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পরপর তিন বার ব্রিটিশ এমপি তার ব্রেক্সিট পরিকল্পনাকে প্রত্যাখ্যান করার পর আজ তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

Exit mobile version