Site icon Jamuna Television

পরিবারে ৯ সদস্য, ভোট পেয়েছেন ৫টি: অঝোরে কাঁদলেন প্রার্থী!

ভারতের লোকসভা নির্বাচনের গতকাল ভোট গণনা শেষে ফলাফল জানানো হয়। এতে এক স্বতন্ত্র প্রার্থী মোটে মাত্র ৫ টি ভোট পেয়েছেন। এমন ফলাফল শোনার পর অঝোরে কাঁদেন ওই প্রার্থী।

ওই প্রার্থীর অভিযোগ, তার পরিবারের সদস্যরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কেননা তার পরিবারের ভোটার সংখ্যা ৯ জন কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৫ ভোট।

জানা যায়, পাঞ্জাবের জলন্ধরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাঁড়ান নিতু শাতেরান ওয়ালে। গতকাল ফলাফল শোনার পর কান্নায় ভেঙে পড়েন নিতু। এক সংবাদমাধ্যম নিতুর সাক্ষাৎকার নিতে গেলে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন।

ওই প্রার্থী জানান, আমি মাত্র পাঁচ ভোট পাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার পরিবারের লোকজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তবে বিকালে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ৫টি নয়, আরও অনেক বেশি ভোট পেয়েছেন নিতু। তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৮৫৬টি।

সূত্র: মানিকন্ট্রোল

Exit mobile version