Site icon Jamuna Television

তীব্র গরমে গাড়ি ঠাণ্ডা রাখতে গোবর লেপেছেন ভারতীয় নাগরিক!

বাইরে তীব্র গরম, আর এই গরম থেকে বাঁচতে কতো উপায়েরই না আশ্রয় নিচ্ছে মানুষ। অভিনব নানা পদ্ধতিতে মানুষ গরম থেকে বাঁচার চেষ্টা করে। ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা তার গাড়িকে ঠাণ্ডা রাখতেও তেমন অভিনব এক পদ্ধতি অবলম্বন করেছেন। তিনি পুরো গাড়ির ওপর গরুর গোবর লেপে দিয়েছেন, যাতে গাড়ি গরম না হয়।

গরম থেকে গাড়িকে বাঁচাতে তার এই অভিনব পদ্ধতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে মজা করে নানান মন্তব্য করেন। ফেসবুকে এখন সেই ‘গাড়ি ঠাণ্ডা রাখার পদ্ধতি’ ভাইরাল।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জনৈক রূপেশ গৌরাঙ্গা দাস। তাঁর দাবি, ‘গোবরের সর্বোকৃষ্ট ব্যবহার প্রথম চাক্ষুষ করলাম। এটা আমদাবাদের ছবি। ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিয়েছেন শ্রীমতি সেজল শাহ’।

বিষয়টি যাচাই করতে আমদাবাদের বাসিন্দা সেজল শাহের সাথে কথা বলেছে টাইমস ইন্ডিয়া। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, গরম সহ্যের সীমা পেরিয়েছে। ঘরের মেঝেতে গোবর ব্যবহার করেছি। সেই অভিজ্ঞতা গাড়িতে কাজে লাগিয়েছি।

Exit mobile version