Site icon Jamuna Television

পদত্যাগপত্র জমা দিলেন মোদি

বিপুল বিজয়ের পর নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এবার ভারতের উগ্রপন্থী রাজনৈতিক দল বিজেপি একাই ৩০৩টি আসন নিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। এমন জয়ের যাবতীয় কৃতিত্ব একজনকেই দিচ্ছেন বিজেপি নেতারা। তিনি নরেন্দ্র দামোদারদাস মোদী।

প্রার্থীরা হয়ে উঠেছেন গৌণ, প্রধানমন্ত্রীর চেয়ারে নমোকে চেয়ে ভোট দিয়েছে ভারতের বেশিরভাগ মানুষ। যদিও মুসলিম এবং দলিতদের ভোট দিতে বাধা দেয়ার বা স্বেচ্ছায় ভোট থেকে বিরত থাকার খবর পাওয়া গেছে।

আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে ইস্তফা দেওয়া রীতি। সেই রীতি মেনেই এদিন রাষ্ট্রপতি ভবনে যান নরেন্দ্র মোদী। নিজের ইস্তফাপত্র সঁপে দেন রামনাথ কোবিন্দ। তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তার আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে। শপথগ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন কোবিন্দ।

ভারতের বিজেপির নতুন করে বিপুল বিজয়কে এ অঞ্চলে ধর্মীভিত্তিক উগ্রবাদী সংগঠনের উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Exit mobile version